পিস্তল, গুলি ও ইয়াবাসহ পৌর কাউন্সিলর আটক
ঝিনাইদহের কোটচাদপুর পৌরসভার কাউন্সেলরকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়।
আটক রেজাউল ইসলাম পাঠান কোটচাদপুর পৌর শহরের আদর্শপাড়ার মমিন পাঠানের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, রেজাউল আখ সেন্টার এলাকায় অস্ত্র ও গুলি নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগজিন ও পাঁচশ পিস ইয়াবা পাওয়া যায়। রেজাউলের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একাধিক মামলা রয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম