বান্দরবানে পপি চাষের অভিযোগে আটক ২
প্রতীকী
বান্দরবানের রুমার গহীন অরণ্যে পপি চাষ (আফিম) করার দায়ে দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
আটকরা হলেন, ক্য অং প্রু মারমা (৪৫) ও উথুয়াই চিং মারমা (২৫)। তাদের প্রত্যেকের বাড়ি বাচা ডেউ পাড়া এলাকায়।
বুধবার বিকেলে উপজেলার দূর্গম বাচা ডেউ পাড়া থেকে তাদের আটক করা হয়।
সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেড এর মেজর মো. তৌহিদ জানান, গোপন খবরের ভিত্তি জানতে পেরে রুমা জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫০ শতকের দুটি আফিম বাগান ধ্বংস করে। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।
প্রসঙ্গত, আফিম চাষ লাভজনক হওয়ায় বান্দরবানের দুর্গম এলাকার পাহাড়িরা জুম চাষের আড়ালে নিষিদ্ধ আফিম চাষ করে থাকেন। প্রতি বছরই নিরাপত্তা বাহিনী আফিম বাগান ধ্বংস করলেও পার্শ্ববর্তী দেশগুলোতে ব্যাপক চাহিদা থাকায়
এর চাষ এখনো পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।
সৈকত দাশ/এফএ/জেআইএম