ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে জাটকাসহ ৬ জেলে আটক

প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরের কমলনগরে জাটকা ধরার সময় ছয় জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার পেতনার খাল সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালিয় তাদের আটক করে।

এসময় জাটকা ধরার একটি বাঁধা জাল, একটি  নৌকা ও ২০ কেজি জাটকা জব্দ করা হয়।

আটকরা হলেন- চর ফলকন গ্রামের বাসিন্দা মো. সোহেল, কবির হোসেন, শেখ ফরিদ, আয়ুব আলী, লোকমান হোসেন ও ফারুক মাঝি।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, জাটকা ধরার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ওই ছয় জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

কাজল কায়েস/আরএআর/পিআর