ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে মানবসেতু : তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

চাঁদপুরের হাইমচরে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী শিক্ষার্থীদের পিঠে চড়ার ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় সরকার বিভাগ গঠিত তদন্ত কমিটি।

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয় পরিদর্শন করে।

এ কমিটিতে আরও রয়েছেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান জাগো নিউজকে জানান, বিষয়টি নিয়ে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষে নির্দিষ্ট সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

গত ৩০ জানুয়ারি নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মানবসৃষ্ট পদ্মা সেতুর ওপর জুতা পায়ে শিক্ষার্থীদের পিঠে চড়ে ব্যাপক সমালোচিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারী।

ইতোমধ্যে এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

ইকরাম চৌধুরী/এএম