ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগের কোন্দলে মৃত্যুর পর হরতালও ডেকেছে আ.লীগ

প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু`পক্ষের সংঘর্ষে মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে আহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মারা গেছেন।

এ ঘটনার প্রতিবাদ আগামীকাল (শনিবার) শাহজাদপুরে অর্ধদিবস হরতাল ডেকেছে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিকরা।  

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিক শিমুলকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে তিনি মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল বের করেন।

সাংবাদিক শিমুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মো. আজাদ।

শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় শেখকে মেয়রের ভাই হাসিবুল হক পিন্টু মারধর করেন। পরে বিজয় গ্রুপের লোকজন মহাসড়ক অবরোধ করে।

অবরোধ চলাকালে বিজয়ের একটি গ্রুপ মিছিল নিয়ে মেয়রের বাড়ির দিকে যায়। বাড়ির কাছে পৌঁছালে কতিপয় ছেলে বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। এ সময় মেয়র তার শটগান থেকে গুলি ছোড়ে। গুলিতে সাংবাদিক শিমুলসহ তিনজন আহত হন। পরে শিমুলকে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

আরও পড়ুন