ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে বিয়ারসহ আ.লীগ নেতার স্ত্রী আটক

প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৯ মার্চ ২০১৫

নরসিংদীর পলাশে ১০৫ পিচ বিয়ারসহ আ.লীগ নেতার  স্ত্রী রিনা বেগম (৪৫) কে আটক করেছে পলাশ থানা পুলিশ। রিনা বেগম ঘোড়াশাল ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি হিরন সরকারের স্ত্রী। শনিবার রাত ১০টার দিকে দড়িহাওলা পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী রিনা বেগম দীর্ঘ দিন যাবৎ গোপনে নিজ বাড়িতে বিদেশী মদ ও বিয়ারের ব্যবসা করে আসছে। গোপন সংবাদ পেয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার ও উপ-পরিদর্শক (এস আই) সরকার আবুল কালাম আজাদ বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিচ বিয়ারসহ তাকে আটক করে। এ ব্যাপারে পুলিশ মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

এসএইচএ/আরআইপি