ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে সাবেক পৌর কমিশনারের বাড়িতে হামলা

প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার শাহ মো. এমরানের পূর্ব ভাগুনীপাড়াস্থ গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।

এ হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় এ ঘটনাটি ঘটেছে। এসময় বাড়ির মালামাল লুট করা হয়েছে।

হামলার সত্যতা নিশ্চিত করে আহতদের পক্ষ থেকে সোহেল শাহ জানান, পুরুষরা কেউ বাড়িতে ছিলেন না। এই সুযোগে  দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় তাদের হামলায় এসএসসি পরীক্ষার্থী শাহ তানজিম আক্তার, হনুফা বেগম, ফিরোজা বেগম আহত হন। এরমধ্যে গুরুত্বর আহত হনুফা ও ফিরোজাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও জনপ্রতিনিধিদেরকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এমএএস/এমএস