ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘাটাইলে তরুণীর পোড়া মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:২২ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইলের ঘাটাইলে এক অজ্ঞাত তরুণীর (১৮) পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সন্ধানপুর ইউনিয়নে ল্যাংড়া বাজার সলিং রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, দুপুরের দিকে ঘটনাস্থলে জঙ্গলের ভেতরে এক তরুণীর আধা পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে এলাকবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ  হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

তিনি বলেন, ওই তরুণীকে ধর্ষণের পর শরীরে আগুন দিয়ে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস