ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাইমচরে আ.লীগ অফিস ভাঙচুরের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের অভিযোগে ১৪ জনের নাম উল্লেখসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার অফিস সহায়ক মিজানুর রহমান পাটওয়ারী হাইমচর থানায় এ মামলা করেন।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, গত ২ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল থেকে হাইমচর উপজেলার আওয়ামী লীগ অফিসসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়।

এদিকে, অফিস ভাংচুরের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সভা করতে গেলে পুলিশ তা পণ্ড করে দিয়েছে।

হাইমচর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাকসুদ আলম খান জাগো নিউজকে জানান, আওয়ামী লীগের অফিসসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের প্রতিবাদে কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।

হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জাগো নিউজকে জানান,  হাইমচরে বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত। যে কোনো ধরনের অঘটন এড়াতে প্রতিবাদ সমাবেশ করতে দেয়া হয়নি।

ইকরাম চৌধুরী/আরএআর/এমএস