ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এ গ্রেডে উন্নিত হলো কুলাউড়া পৌরসভা

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০২:২১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়া শহরকে পৌরসভা ঘোষণা দেয়ার পর ধাপে ধাপে সি গ্রেড থেকে বি গ্রেড এবং কুড়ি বছরের মাথায় তৃতীয় ধাপে এ গ্রেডে উন্নিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত কুলাউড়া পৌরসভার কাছে প্রেরিত এক চিঠিতে এই ঘোষণা দেয়া হয়।

জানা যায়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর কুলাউড়া শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। ৪ লক্ষাধিক মানুষের আবাসস্থলটি দুই দশকে সি থেকে বি এবং বি থেকে এ গ্রেডের পৌরসভায় উন্নিত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত (স্মারক নং ৪৬.০০.০০০০.০৬৪.৩২.১৬৪.১৬/১৭৪) এ গ্রেডে উন্নিত করা হয়েছে বলে একটি চিঠি কুলাউড়া পৌরসভায় প্রেরণ করেন।

চিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া পৌরসভা মেয়র আলহাজ শফি আলম ইউনুছ জানান, আমি ২০১৬ সালের ০১ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে কুলাউড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করি। এক বছরের মাথায়  কুলাউড়া পৌরসভা এ গ্রেড হয়েছে। আশা করছি আমার মেয়াদকালীন সময়ে কুলাউড়া পৌরসভার আরো উন্নয়ন সম্ভব হবে।

কুলাউড়া পৌরসভাকে এ গ্রেডে উন্নিত করায় মেয়র আলহাজ শফি আলম ইউনুছ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী, সচিব, জেলা আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

এমএএস/এমএস