টাঙ্গাইলে ব্যবসায়ীদের মানববন্ধন
টাঙ্গাইল সমবায় ব্যাংক লিমিটেড এর অবৈধ কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট মালিক সমিতি।
রোববার সকাল ৯টার দিকে শহরের নিরালা মোড়ে এ কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে রাস্তায় বসে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করার সময় পুলিশি বাধার সম্মুখিন হয় ব্যবসায়ীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃংক্ষলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সমবায় মার্কেট মালিক সমিতির আহ্বায়ক রাহেলা জাকির, উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ অনান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৬ সালে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে ৫০ শতাংশ জায়গার উপর ১৫০টি দোকান ও ব্যাংক ভবনসহ সমবায় মার্কেটের দোতলা ভবন নির্মাণ করা হয়। গত বছরের এপ্রিল মাসে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. কর্তৃপক্ষ মার্কেটে একটি আদেশমূলক ব্যানার টাঙিয়ে ব্যবসায়ীদের দোকান ছেড়ে দিতে বলে। পরে ব্যবসায়ীরা দোকান ছেড়ে দিলে মার্কেটটি ভেঙ্গে ফেলা হয়। তারপর থেকেই দোকান ফিরে পাওয়ার জন্য আন্দোলন করে চলছে ব্যবসায়ীরা।
এমএএস/আরআই