ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোয়াংছড়ি থেকে আ.লীগ নেতা অপহরণ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:২৩ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

বান্দরবানের রোয়াংছড়ির বাঘমারা ভেতর পাড়া থেকে মংশৈথুই মারমা নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- থোয়াই চিং উ এবং ক্য ন প্রু মারমা । তাদের উভয়ের বাড়ি উপজেলার নাছালং এলাকায় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  শনিবার ভোর রাতে আওয়ামী লীগ নেতা মংশৈথুইকে নিজ বাসা থেকে অস্ত্রের মুখে পাঁচজন অস্ত্রধারী নিয়ে যায়। খবর পেয়ে ভোর রাতেই পুলিশ আর সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার অভিযানে নামে । এ ঘটনায় থোয়াই চিং উ এবং ক্য ন প্রু মারমা নামে  দুই জনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী জানান, অপহরণের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে । উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সৈকত দাশ/আরএআর/এমএস