ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কঁচা নদী থেকে ১৮টি হাঙ্গর জব্দ

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

পিরোজপুরের কঁচা নদী থেকে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৮টি হাঙ্গর মাছ জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়ার ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস বন বিভাগের ৩৭ ধারায় আট জেলেকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল কুদ্দুস জানান, জব্দকৃত ১৮টি হাঙ্গরমাছ শনিবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিতে পুতে রাখা হয়েছে।

এ সময় বন বিভাগের পিরোজপুর রেঞ্জার দিপঙ্কর রায়, ভাণ্ডারিয়া থানা পুলিশের এসআই মো. জাকির হোসেন ও কোস্টগার্ডের পেটি অফিসার মো. মোর্তজা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, পারেরহাট মৎস্য বন্দরের একটি ফিসিং বোট বঙ্গোপসাগর থেকে ১২দিন পর শুক্রবার রাতে গন্তব্যে আসার সময় কচাঁ নদীতে টহলরত কোস্টগার্ডের সদস্যদের সন্দেহ হলে তারা বোটটিকে থামাতে বলে। বোর্ডের মাঝি বোটটি না থামিয়ে জোড়ে চালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের সন্দেহ হয় এবং তারা বোটটি আটকের পর তল্লাশি করে বোর্টের খোলের ভেতরে ১৮টি হাঙ্গর মাছ দেখতে পায়। যার আনুমানিক ওজন প্রায় ৫০/৬০মণ এবং আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

বোটের মালিক বেলাল হোসেন জানান, তারা মাছ শিকার করতে সাগরে গিয়ে মাছ না পেয়ে এ হাঙ্গরমাছ পেয়ে তা পারেরহাট মৎস্য বন্দরের আরৎদার মো. হেমায়েতের কাছে বিক্রির জন্য নিয়ে আসছিল। এসময় মাছ ধরার বোট থেকে বোটের মালিকসহ আটক জেলেকে আটক করা হয়।

আটকরা হলেন-  বেলাল ফকির (৩৪), মাসুদ খন্দকার (১৭), বায়জীদ শেখ(২০), মো. ফারুক মাতুব্বর (৩৫), মো.আল আমীন (১৮), রেজাউল ইসলাম হাং (১৯), মো. হাবিবুর রহমান (৪০) ও মো. ওহাব খান (৫০)। এরা সবাই ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর ও ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা।

হাসান মামুন/আরএআর/জেআইএম