ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চিকিৎসক নিহতের ঘটনায় ট্রাক পুড়িয়ে দিলো জনতা

প্রকাশিত: ১০:০২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়ার কাহালু-মালঞ্চা সড়কের শহরগাড়ী পাল্লাপাড়া এলাকায় মাটি বহনকারী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসক মোজাফফর হোসেনের (৫৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

শনিবার দুপুরে পাল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাকচালক ফারুকে (২০) আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোজাফফরের বাড়ি শিবগঞ্জ উপজেলার মোকামতলায়। তিনি শহরগাড়ী পাল্লাপাড়া গ্রামে তার মেয়ের জামাই শহিদুলের বাড়িতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।

এ সময় মালঞ্চার দিক থেকে আসা মাটি বহনকারী ট্রাকটি মোজাফফর হোসেনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তার দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। এই দৃশ্য দেখে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পড়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে ট্রাকটির আগুন নেভায়।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

লিমন বাসার/এএম/আরআইপি