গুলি করতে মেয়রকে নিষেধ করেছিলাম : আবুল হাসনাত
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত বলেছেন, শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মেয়র হালিমুল হক মীরুকে আমি বার বার গুলি করতে নিষেধ করেছিলাম। কিন্তু মেয়র পুলিশের নিষেধ সত্ত্বেও একাধিক গুলি ছুড়তে থাকেন।
শনিবার বিকেলে আলাপকালে জাগো নিউজকে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত।
তিনি বলেন, ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগান থেকেই গুলি করা হয়েছে। তার বাড়ি থেকে গুলির খোসা পাওয়া গেছে। ৪৩ রাউন্ড গুলিসহ ওই শটগান জব্দ করেছে পুলিশ।
রাজু/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়