ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

ঝিনাইদহে দেশীয় ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার গান্না ও কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সদর উপজেলার রামনগর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকার (৩০), চুটলিয়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে লাইফ (২২), কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মজনু সর্দারের ছেলে সাগর সর্দার (২৬) ও একই গ্রামের আসাদুল মন্ডলের ছেলে হাসান মন্ডল (২৮)।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন জানান, কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামে সন্ত্রাসীরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় সুভাষ কর্মকার নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে জব্দ করা হয় ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সাগর সর্দারকে তালিনা গ্রাম থেকে ও লাইফ এবং রুবেলকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা ওই এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি