ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবন থেকে পাচারকালে ১৮ হাঙ্গর উদ্ধার

প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকা থেকে হাঙ্গর শিকারের পর পাচারকালে ১৮টি হাঙ্গর উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় ট্রলারসহ ১২ জেলেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার রাতে তাদের আটক করা হয়। শনিবার মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠিয়েছে বন বিভাগ। কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) লে. কমান্ডার এম ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে হাঙ্গর শিকার করে সংঘবদ্ধ একটি চক্র সেগুলো পাচারের উদ্দেশ্যে বনের মধ্যে অবস্থান করছিল। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা শুক্রবার রাতে পূর্ব সুন্দরবনের বলেশ্বর নদীতে অভিযান চালায়।

তিনি জানান, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হাঙ্গর পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। এ সময় ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় চার হাজার ৪০০ কেজি ওজনের ১৮টি হাঙ্গর উদ্ধার করা হয়।

হাঙ্গর শিকার ও পাচারের দায়ে ট্রলারে থাকা ১২ জেলেকে ভান্ডারিয়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে এম ফরিদুজ্জামান জানান।

শওকত আলী বাবু/এএম/আরআইপি