নেত্রকোনায় সাংবাদিক শিমুল হত্যাকারীদের বিচার দাবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সমকাল প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে।
রোববার বেলা ১১টায় নেত্রকোনা সাংবাদিক সমাজের ব্যানারে পৌরসভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
জেলা সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে ও সমকাল প্রতিনিধি খলিলুর রহমান শেখ ইকবাল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, আরজেএফ নেত্রকোনা শাখার সভাপতি দিলওয়ার খান, ইনকিলাব প্রতিনিধি একেএম আব্দুল্লাহ, প্রথম আলো প্রতিনিধি পল্লব চক্রবর্তীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা শিমুল হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
কামাল হোসাইন/এফএ/এমএস