সাংবাদিক হত্যা : আটক ৫ জনকে জেলহাজতে প্রেরণ
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার আটক ৫ জনকে ৭ দিনের রিমান্ড চেয়ে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরের দিকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন।
এরা হলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন (৪৮), একই উপজেলার বারাবেরি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলমগীর, নলুয়া গ্রামের শুকুর আলীর ছেলে আরশাদ আলী, একই গ্রামের আব্দুল মতিনের ছেলে নাজমুল ও শক্তিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জহির।
শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কমল সিং বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে আটকদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই মিন্টুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়