সিরাজগঞ্জে বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা
পেট্রল বোমা হামলায় সিরাজগঞ্জের পান ব্যবসায়ী গণেশ দাস হত্যা মামলায় জেলা বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোরশেদ আলম এ আদেশ দেন।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত নেতাকর্মীরা হলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারণ সম্পাদক মুন্সি আলম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস।
সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ৩১ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতিতে পেট্রল বোমা হামলায় নিহত হন পান ব্যবসায়ী গণেশ দাস। এই অভিযোগে বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্র শিবির, যুবদলের ১২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বিএনপি-জামায়াতের ১৩০ জনের নাম উল্লেখ করে ২০১৬ সালের ৩০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।
রোববার এই মামলায় বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলায় বর্তমানে বিএনপির তিন কর্মী কারাগারে আটক রয়েছেন। বিএনপি-জামায়াতের ১৩০ নেতাকর্মীর মধ্যে ৮২ নেতাকর্মী জামিনে রয়েছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়