ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যাংকে যাওয়ার পথে ১২ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়া শহরের নারুলী এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় এক ব্যবসায়ীর পৌনে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের হামলায় ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী আবুল কাশেম (৩৫) গুরুতর আহত হন।

রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বগুড়া সদরের আকাশতারা এলাকার সুমন ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক মামুনুর রশিদ ও অফিস সহকারী আবুল কাশেম শহরের বড়গোলায় অবস্থিত জনতা ব্যাংক কর্পোরেট শাখায় টাকা জমা দেয়ার জন্য মোটরসাইকেলে করে রওনা হন।

সদরের নারুলী এলাকায় পৌঁছালে কয়েকজন মুখোশধারী ছিনতাইকারী তাদের ওপর হামলা চালিয়ে পৌনে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের হামলায় আবুল কাশেম আহত হন।

সুমন ফ্লাওয়ার মিলের মালিক পরিমল সিং জানিয়েছেন, ব্যাগে ১১ লাখ ৭৬ হাজার টাকা ছিল। ঘটনার পর বগুড়ার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানিয়েছেন, তাদের ধারণা ছিনতাইকারীদের দলে ৩-৪ জন ছিল। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
 
লিমন বাসার/এএম/জেআইএম