ছাত্রলীগের সংবাদ বর্জন!
সাংবাদিক মিজানুর রাকিবের ওপর হামলার প্রতিবাদে শরণখোলা ছাত্রলীগের সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
সোমবার সকালে প্রেসক্লাবে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭ ফেব্রুয়ারি সাংবাদিক মিজানুর রাকিবের ওপর হামলা চালায় ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগসহ স্থানীয় আওয়ামী লীগকে অবহিত করা হলেও সুষ্ঠু কোনো বিচার না পাওয়ায় সাংবাদিকরা এ সিদ্ধান্ত নেন।
সভায় প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আ. মালেক রেজা, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, টিএম মিজানুর রহমান, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম সাগর, আ. রাজ্জাক তালুকদার, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, মহিদুল ইসলাম, মনিরুজ্জামান আকন ও এমাদুল হক শামীম উপস্থিত ছিলেন।
এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাংলাদেশে আর কোনো মব সহ্য করবো না: ছাত্রদল সভাপতি
- ২ একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: তারেক রহমান
- ৩ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ৪ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৫ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর