মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢিখাল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে মেরিন খান (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে উপজেলার উত্তর রাঢ়িখাল থেকে পুলিশ মেরিন খানের মরদেহ উদ্ধার করে। মেরিন খান উত্তর রাঢ়িখাল এলাকার মৃত তোফাজ্জল খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেরিন খান ইসলামপুরের একটি কাপড়েরর দোকানে চাকরি করলেও বেশ কিছুদিন আগে তিনি চাকরি ছেড়ে এলাকায় চলে আসেন। মৃত্যুর আধাঘণ্টা আগেও তাকে পার্শ্ববর্তী বাজারে দেখা গেছে। উত্তর রাঢ়িখাল এলাকার এক বাগান বাড়িতে মেরিন খানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ষোলঘর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, নিহত যুবকের বাড়ি উত্তর রাঢিখাল এলাকায়। ইতোমধ্যে হত্যাকারীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এআরএস