মঙ্গলবার থেকে ভারতীয় চাল পরিবহনের কাজ শুরু
তৃতীয় দফায় আগামীকাল মঙ্গলবার ভোর থেকে ভারতীয় চাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যাচ্ছে ২০টি কাভার্ড ভ্যান। ইতোমধ্যে আশুগঞ্জ নৌবন্দরে অবস্থানরত চালবোঝাই জাহাজ থেকে চাল খালাস করে কাভার্ডভ্যানে লোড করা শুরু হয়েছে।
আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা যায়, ভারতীয় চাল পরিবহনের জন্য সোমবার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দরে অবস্থানরত কাভার্ডভ্যানে চাল লোড করা শুরু হয়েছে। তবে সোমবার বিকেলের মধ্যে চাল লোডের কাজ ও কাস্টমস’র আনুষাঙ্গিক কাজ শেষ হলেও মঙ্গলবার ভোর থেকেই কাভার্ডভ্যানগুলো আগরতলার উদ্দেশ্যে আশুগঞ্জ নৌবন্দর ছেড়ে যাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এ ব্যাপারে আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম বলেন, সোমবার সন্ধ্যার মধ্যে জাহাজ থেকে চাল খালাস করে সবগুলো কাভার্ডভ্যানে লোড করা হবে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার ভোর থেকে চালবোঝাই কাভার্ডভ্যানগুলো আগরতলার উদ্দেশ্যে আশুগঞ্জ নৌবন্দর ছেড়ে যাবে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার আহসান উলাহ জানান, দু’দেশের মধ্যকার নৌ প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ সরকার বিনা শুল্কে বাংলাদেশের ভূ-খণ্ড ব্যবহার করে ভারত সরকারকে চাল পরিবহনের অনুমতি দেয়। তবে চাল পরিবহনে কোনো শুল্ক বা মাশুল না নেওয়া হলেও প্রতি মেট্রিক টন চালে ৩০ টাকা করে ল্যান্ডিং চার্জ এবং নৌবন্দরে জাহাজ অবস্থানের জন্য দৈনিক ১৬০ টাকা করে বার্থিং চার্জ নেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত শনিবার ভারতীয় ৯৩৭ মেট্রিক টন চাল নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছায় জেড লাইন্সের জাহাজ এমভি নিউ টেক-৬। পরদিন রোববার থেকে চাল পরিবহন শুরু হওয়ার কথা থাকলেও পর্যপ্ত কাভার্ডভ্যান না থাকায় বিলম্বিত হয় চাল পরিবহনের কাজ।
এমএএস/আরআই