ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বুধবার চট্টগ্রাম চেম্বারের পরিচালকদের অভিষেক

প্রকাশিত: ১১:০৩ এএম, ৩০ মার্চ ২০১৫

আগামী বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ২০১৫-২০১৬  মেয়াদের নবনির্বাচিত পরিচালকদের অভিষেক অনুষ্ঠান। নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ চেম্বার মিলনায়তনে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকদের এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চেম্বারের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি মাহবুবুল হক।

গত ৫ মার্চ চট্টগ্রাম চেম্বারের বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ জন পরিচালকের নির্বাচনের তারিখ ছিল। কিন্তু, অতীতের ধারাবাহিকতায় এবারও সমঝোতার মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের সর্বোচ্চ ফোরাম চট্টগ্রাম চেম্বারের ২৪ পরিচালক।

এমএএস/পিআর