মহাসড়কের পাশে ঈশ্বরদী পৌরসভার বর্জ্য
ফাইল ছবি
ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দুই পাশে পৌরসভার ফেলা বর্জ্যের গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীরা। মহাসড়কের দুই পাশে স্তুপ করে খোলা আকাশের নিচে ফেলে রাখায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে।
পৌর শহরের প্রবেশদ্বার অরনকোলা-আলহাজ্ব মিল মোড় এলাকায় এ ময়লার স্তুপ থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। এছাড়াও ওই বর্জ্যে আগুন দেওয়ার ফলে পোড়া দূর্গন্ধের মাত্রা আরও বৃদ্ধি পেয়ে বাতাসের সাথে ছড়িয়ে পড়ছে সর্বত্র।
স্থানীয় লোকজন জানান, এক বছর ধরে পৌরসভার বর্জ্য রাস্তার পাশের খালে ও গাছের গোড়ায় ফেলা হচ্ছে। গত কয়েকদিন থেকে ওই বর্জ্যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এতে করে একদিকে পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্থ হচ্ছে অন্যদিকে এই পোড়া গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে জনগণ।
এলাকাবাসীর ধারণা, ঈশ্বরদী -পাবনা মহাসড়কের দুই পাশের সড়ক ও জনপথের ওই জায়গা দখল করে স্থাপনা নির্মাণের জন্য একটি চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে এখানে পৌর সভার বর্জ্য ফেলার ব্যাপারে উৎসাহি হয়েছে।
স্কুল শিক্ষক মাহবুব উদ্দিন বলেন, দখলদারের নজরে পড়েছে ওই মূল্যবান জমিগুলো। এজন্য তারা এভাবে পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বর্জ্য ফেলার ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী পৌরসভার মেয়র মকলেছুর রহমান বাবলু জানান, শহরে বর্জ্য ফেলার কোনো স্থান নেই। কোথাও বর্জ্য ফেলতে গেলে লোকজন বাঁধা দেয় । এজন্য সড়ক ও জনপথের ওই স্থানে বর্জ্য ফেলা হচ্ছে। আর বর্জ্যে আগুন পৌর কর্তৃপক্ষ দেয়নি। স্থানীয় কিছু মানুষ গন্ধ দূর করতে অতি উৎসাহি হয়ে বর্জ্যে আগুন দেয়। তবে বিষয়টি সমাধানে আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণের চিন্তা ভাবনা করছি।
এমজেড/আরআই