ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (১৯) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শিমরাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে মৃত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি রেলওয়ে থানা পুলিশ। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে শিমরাইলকান্দি এলাকায় কোনো একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবক মারা যান। তবে এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় আমরা জানতে পারিনি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম