ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৮ জেলেসহ জাটকাবোঝাই ৩টি ট্রলার আটক

প্রকাশিত: ১১:৪১ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদী থেকে ২৮ জেলেসহ জাটকাবোঝাই ৩টি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। আটক ট্রলার বন বিভাগের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

সোমবার ভোরে জেলেসহ এসব ট্রলার আটক করা হয় বলে কোস্টগার্ড জানিয়েছে। কোস্টগার্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সোমবার ভোরে বঙ্গোপসাগরে অবৈধভাবে জাটকা শিকার করে এফবি ভাইবোন, এফবি মায়ের দোয়া ও নামবিহীন অপর একটি ট্রলার সুন্দরবনের সুপতি স্টেশন হয়ে ফিরছিল। এ সময় কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত টহলকালে তাদের আটক করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে।
 
কোস্টগার্ড সূত্র আরও জানায়, আটক ট্রলারে  ১৫-২০ মণ জাটকা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ৩টি ট্রলারে ২৮ জন জেলে রয়েছে। এদের বাড়ি পিরোজপুরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে ।
 
কোস্টগার্ডের সুপতি স্টেশন ইনচার্জ পেটি অফিসার এমাদুল হক মোবাইল ফোনে জানান, জাটকাবোঝাই ট্রলার ৩টি ও জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বন বিভাগের সুপতি স্টেশন অফিসে হস্তান্তর করা হয়েছে।

শওকত আলী বাবু/এএম/জেআইএম