৩ লাখ বাগদা চিংড়ির পোনা আটক
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কোস্টগার্ড কন্টিনজেন্টের একটি দল রোববার রাতে অভিযান চালিয়ে বলেশ্বর ও কচা নদীর মোহনা থেকে তিন লাখ বাগদা চিংড়ির পোনাসহ একটি ট্রলার আটক করেছে।
সোমবার কোস্টগার্ডের পিটি অফিসার মোর্তুজা জানিয়েছেন, রোববার নদীতে নিয়মিত টহলের সময় রাত সাড়ে ৩টার দিকে বাগদা পোনা ও ট্রলারের মাঝিসহ চার শ্রমিককে আটক করা হয়।
আটকরা হলেন খুলনার পাইগাছার আব্দুস সবুর ও মো. ইছাহাক, পটুয়াখালীর কলাপাড়ার মহসিন ও মোকছেদুল। রাতে আটকের পর ট্রলারসহ পোনাগুলো ভান্ডারিয়ার চরখালী ফেরিঘাটে এনে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসের কাছে পৌঁছালে সোমবার দুপুরে পোনাগুলো কচা নদীতে তিনি অবমুক্ত করেন।
এ সময় ভান্ডারিয়া উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাস ও এসআই কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আটকরা জানিয়েছেন, বাগদা চিংড়ি পোনার মালিক কলাপাড়ার বাওলাতলা গ্রামের মাসুদ হাজী। পোনাগুলো কলাপাড়া থেকে বাগেরহাটের রামপালে নেয়া হচ্ছিল।
উল্লেখ্য, বাগদা চিংড়ির পোনা ধরা অবৈধ।
হাসান মামুন/এএম/পিআর