সন্তানকে সামনে রেখে আত্মহত্যা করলেন মা
প্রতীকী
রাস্তার পাশে তিন বছরের শিশু সন্তানকে রেখে বিষ পান করে আত্মহত্যা করলেন আলেয়া বেগম নামে (৪০) এক মা।
সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের জামালপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। থানা পুলিশ প্রথমে অজ্ঞাত লাশ হিসেবে তাকে উদ্ধার করলেও পরে তার পরিচয় জানতে পারে।
পুলিশ জানায়, জামালপুর গ্রামের কাজী বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায় আলেয়া বেগম। আলেয়া হামছাপুর গ্রামের আব্দুল কুদ্দুছ কালুর স্ত্রী ও তিন সন্তানের জননী।
এসময় তাকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে আজিম খান নামে এক রিকশাচালক আলেয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে তার স্বামী আব্দুল কুদ্দুস জানান, গত দুই/তিন বছর যাবত আলেয়া বেগম মানসিক রোগে ভুগছিল। সোমবার সকালে সে তার মাকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য ফরিদগঞ্জ আসবে বললে আমি তাকে এক হাজার টাকা দেই। কিন্তু সে তার মাকে সঙ্গে না এনে তিন বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।
এমএএস/জেআইএম