ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তালায় এএসআইকে মারপিট : আটক ২

প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

সাতক্ষীরার তালার বারুইহাটি এলাকায় তালা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুজ্জামান মোহনকে মারপিট করেছে বখাটেরা।

সোমবার রাতে মারপিটের এ ঘটনা  ঘটে। কর্তব্যরত পুলিশকে মারপিট করায় দুই বখাটেকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, তালার বারুইহাটি গ্রামের আব্দুল গনি মোড়লের ছেলে মিলন মোড়ল (২৬) ও ইসলামকাটি ইউনিয়নের বাউখোলা গ্রামের আয়ুব আলী মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৮)।

স্থানীয়রা জানান, মিলন মোড়ল তালা সদর চেয়ারম্যান সরদার জাকির হোসেনের নিকটাত্মীয়। এর আগে চেয়ারম্যান নিজেও তালা থানা পুলিশের এএসআইকে মারপিট করে পুলিশের হাতে গ্রেফতার হন।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, রাত ৯টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিল ওই বখাটেরা। এসময় এএসআই শফিকুজ্জামান মোহন তাদের দাঁড়ানোর সংকেত দিলে তারা চ্যালেঞ্জ করে। পরে তাদের থামানো হলে কর্তব্যরত পুলিশকে মারপিট করে। এ ঘটনায় তাদের আটকের পর মামলা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস