বাগেরহাটে ৫ ট্রলারসহ ৫০ জেলে আটক
বাগেরহাটের শরণখোলা উপজলোয় পাঁচটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৫০ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার সন্ধায় বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে এক হাজার কেজি ‘ফাইশে’ মাছের পোনাসহ কোস্টগার্ড পশ্চিম জোন এর সদস্যরা তাদের আটক করে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে সন্ধ্যা সাতটায় বলেশ্বর নদীর শরণখোলা উপজেলা অংশে টহলে যায়। এসময় সেখানে পাঁচটি ট্রলার থেকে এক হাজার কেজি ‘ফাইশে’ মাছের পোনা উদ্ধার করে। পরে ইঞ্জিন চালিত ওই পাঁচটি ট্রলার এবং ট্রলারের ৫০ জেলেকে আটক করা হয়ে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
এসএইচএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাংলাদেশে আর কোনো মব সহ্য করবো না: ছাত্রদল সভাপতি
- ২ একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: তারেক রহমান
- ৩ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ৪ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৫ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর