ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পোস্ট অফিসে এনজিও কার্যালয়!

প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় মহাসড়কের পাশেই পোস্ট অফিস। বুধবার বেলা সাড়ে ১২টায় বন্ধ অফিসটি। নেই দুই পোস্ট মাস্টারদের একজনও। তাছাড়া অফিসটির সামনেই নিউ নাইচ ফাউন্ডেশন নামের এক এনজিও সংস্থার সাইনবোর্ড। সাইনবোর্ডে লেখা এটি তার প্রধান কার্যালয়।

পোস্ট অফিসের পাশে বেগম হোসনেআরা প্রিক্যাডেট ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার রজব আলী ও ২ নং ওয়ার্ডের খেজুরডাঙ্গা এলাকার দৈবাল বৈরাগী দুইজন পোস্ট অফিসে পোস্ট মাস্টারের কাজ করেন। মাঝেমধ্যে অফিস খোলা দেখি আবার বন্ধও থাকে।

Satkhira
তিনি আরো বলেন, পোস্ট মাস্টার রজব আলীর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল পোস্ট অফিসটি দেখাশুনা করেন। সেখানে একটি এনজিও অফিসও রয়েছে। এর থেকে বিস্তারিত কিছু জানি না।

এ বিষয়ে মুঠোফোনে পোস্ট মাস্টার রজব আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে তার ছেলে আবু সুফিয়ান সজল জাগো নিউজকে বলেন, পোস্ট অফিসে আমি ই-সেবা কার্যক্রম দেখাশুনা করি। আর এনজিওটির সভাপতি আমি এজন্য সাইনবোর্ড দিয়েছি।

আকরামুল ইসলাম/এফএ/পিআর