ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফের আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

প্রায় দুই মাস বন্ধের পর চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানার উৎপান বন্ধ হয়ে যায়। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ্ আল বাকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর বুধবার সকালে সার কারখানার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

তবে বিকেলে গ্যাসের চাপ হঠাৎ করে কমে পাওয়ায় ফের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে কারখানার এ্যমোনিয়া প্লান্ট চালু থাকায় গ্যাস সরবরাহ বাড়ার সাথে সাথেই আবারও উৎপাদন শুরু হবে বলে জানান তিনি।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার এ্যমোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর নানান যন্ত্রাংশ পরিবর্তন করে ৫৪ দিন পর বুধবার সকালে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি