ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

পিরোজপুরের ইন্দুরকানীতে মায়ের সঙ্গে অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলার কালাইয়া গ্রামের এ ঘটনা ঘটে। মৃত স্কুলছাত্রী ইন্দুরকানী উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। থানা পুলিশ বিকেলে তার মরদেহ উদ্ধার করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালাইয়া গ্রামের লিটন মজুমদারের মেয়ে পূজা মজুমদার (১৪) মায়ের সঙ্গে অভিমান করে বুধবার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বুধবার বিকেলে স্থানীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্কুলছাত্রী পূজার আত্মীয় রিপন মজুমদার সাংবাদিকদের জানান, পূজার মা বুধবার ইন্দুরকানী বাজারে যান। এ সময় পূজা মায়ের সঙ্গে বাজারে যেতে চান। মা তাকে সঙ্গে না নিয়েই বাজারে চলে যান। এ কারণে পূজা অভিমান করে আত্মহত্যা করেছে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে তার মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

হাসান মামুন/এএম/আরআইপি