ফেনীতে ৮ মণ ভেজাল হলুদ মরিচের গুঁড়া জব্দ
ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসনের অঙ্গীকারের অংশ হিসেবে ফেনীর তাকিয়া রোডের হলুদ-মরিচ-মসলা ক্রাশিং কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ভেজাল সাড়ে আট মণ হলুদ-মরিচের গুঁড়া জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার বিকেলে এ অভিযান চালায় প্রশাসন। অভিযানে বার্মিজ ফুডের মালিক মো. ইয়াসিনকে অস্বাস্থ্যকর পরিবেশে পচা তেল ও পচা রঙ ব্যবহার করে চানাচুর তৈরি করে ভোক্তাদের স্বাস্থ্যহানি ঘটানোর চেষ্টায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি আইয়ুব ক্রাশিং মিলের আইয়ুব আলীর কারখানায় মরিচের গুঁড়ায় ভেজাল মেশানোর দায়ে কারখানাটি সাময়িক বন্ধের নির্দেশ দেন আদালত।
এছাড়া ফরিদ ক্রাশিং মিলের মালিক শহিদুল ইসলাম শাহীনকে পচা মরিচ ব্যবহার করে গুঁড়া তৈরির দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ ব্যাপারে তিনি বলেন, ভেজালের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান চলবে।
তিনি বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা ও সৎ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করবে জেলা প্রশাসন। জব্দ করা সাড়ে আট মণ হলুদ-মরিচ গুঁড়া ধ্বংস করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক, স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আমিন।
জহিরুল হক মিলু/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের