ফরিদপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
প্রতীকী ছবি
ফরিদপুরের পাট ব্যবসায়ী গিয়াসউদ্দিন হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুসরাত জেরীন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মিন্টু শেখ, মো. জামির আলী ও মো. এনামুল কবির ওরফে এনামুল কাজী। দণ্ডপ্রাপ্ত আসামি মিন্টু শেখ পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে অপর দুইজন উপস্থিত ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ২০ অক্টোবর রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের ব্যবসায়ী ফরিদপুর সদর উপজেলা থেকে পাট বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বারোখাদা ব্রিজের কাছে পূর্বশত্রুতার জেরে আসামিরা গিয়াসউদ্দিনকে কুপিয়ে হত্যা করে।
ওইদিন নিহতের স্ত্রী মোসা শিউলী বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২-৩ জনের নামে হত্যা মামলা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার জাহিদ হোসেন জয় জানান, গিয়াস উদ্দিনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ আসামিকে ফাঁসির দণ্ড দেন আদালত।
এস.এম. তরুন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ