ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাম-ঠিকানা না জানা মেয়েটি পুলিশকন্যা

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

জাগোনিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশের পর পরিচয় মিলেছে সাতক্ষীরার শ্যামনগর থানা হেফাজতে থাকা নাম-পরিচয় না জানা মেয়েটির।

মেয়েটির নাম তামান্না আক্তার (১৭)। মোহাম্মদপুর লালমাটিয়া মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। বাবা নজরুল ইসলাম গাজীপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসএই) হিসেবে কর্মরত।

মেয়েটির বাবা এএসআই নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি মোহাম্মদপুর থানার এডিসির রুমে বসে ছিলাম। এ সময় ফেসবুকে সংবাদটি দেখি। পরে জাগো নিউজের সংবাদে বিস্তারিত দেখে নিশ্চিত হই সে আমার মেয়ে।

জাগো নিউজকে তিনি আরও বলেন, গত ৪ ফেব্রুয়ারি কলেজ থেকে আউটপাসে বের হয়ে আর কলেজে ফেরেনি। সে কলেজের হোস্টেলে থেকেই পড়াশোনা করতো। কয়েকদিন আগে রসায়ন ক্লাসে না গিয়ে ক্যান্টিনে গিয়েছিল। বিষয়টি কলেজের শিক্ষকরা আমাকে জানানোর পর আমি একটু বকাবকি করেছি।

এরপর সে কাউকে কিছু না জানিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। নিখোঁজের পর মোহাম্মদপুর থানায় এ নিয়ে একটি জিডিও করেছি। মেয়েটির বাবা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও জানান।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, মেয়েটির বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মেয়েটি খুব কান্নাকাটি করছে।

এর আগে বুধবার রাত ৮টায় সাতক্ষীরা থেকে শ্যামনগরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসে ছিল মেয়েটি। পাশের ছিটে ছিলেন শ্যামনগরের ইসমাইলপুর এলাকার রব্বানী ব্যাপারির স্ত্রী সাবেক মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম।

শ্যামনগর গাড়ি পৌঁছানোর পর মেয়েটি কান্নাকাটি করতে থাকে। নাম-পরিচয় কিছুই বলতে পারছিল না তখন। পরবর্তীতে সাবেক মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যান।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেয়েটিকে নেয়া হয় শ্যামনগর থানায়। এ নিয়ে ‘নাম-ঠিকানা কিছুই বলতে পারছে না মেয়েটি’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়। সেই সূত্র ধরেই মেয়েটির সন্ধান পায় পরিবার।

আকরামুল ইসলাম/এএম

আরও পড়ুন