সদরপুরে এমপি ও চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ : ১৪৪ ধারা জারি
ফরিদপুরের সদরপুরে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকসহ অন্তত ১০ গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন সদরপুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমন্বয় সভা শুরু হয়। সভা চলাকালে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের মাঝে কথা কাটাকাটি হয়।
সভাস্থলে পরিবেশ উত্তেজিত থাকার খবর পেয়ে উভয়পক্ষের সমর্থকরা প্রশাসন চত্বরে অবস্থান নেয়। পরে দুই পক্ষের সমর্থকদের মাঝে স্লোগান পাল্টা স্লোগান দিয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উপজেলার ১কিলোমিটার সড়ক জুড়ে প্রতিপক্ষের লোকজন অবস্থান নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরপুর থানা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সদরপুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে।
অন্যদিকে র্যাব, পুলিশের একাধিক টিম নিয়মিত টহল দিচ্ছে। দুই পক্ষের উত্তেজনায় সদরপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা রহমান জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার স্বার্থে উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এস.এম. তরুন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ