ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে সৃষ্টি হওয়া এ যানজট শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে অব্যাহত ছিল। যানজটে যাত্রীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
এদিকে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে দাউদকান্দি যানজটের কবলে পড়েন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। পুলিশ মহাপরিদর্শক দীর্ঘ যানজট পেরিয়ে সকাল ৮টায় গৌরীপুর বাসস্ট্যান্ড পৌঁছে ১৫ মিনিট যানজটে আটকা পড়েন। কিছু দূর যাওয়ার পর পুনরায় পূর্ব পেন্নাই পলহদ্দী পাড়ে যানজটের কবলে পড়তে হয় তাকে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা করে যানজট পার করে তাকে নিয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দাউদকান্দি সেতুর উপর ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকগামী প্রাইভেটকারে মুখোমুখি সংর্ঘষ হয়। এর ফলে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। হাইওয়ে পুলিশ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে। রাতে সৃষ্টি হওয়া এ যানজট ১০ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত আরও দীর্ঘ হয়।
রাত থেকে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়েও যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। চালকদের বেপরোয়া, দ্রুতগতি, ওভারটেকিং, রং সাইডে যানবাহন চলাচলের কারণে সৃষ্টি হয় এ যানজট। শুক্রবার সকালে এ সমস্ত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করেন হাইওয়ে পুলিশ।
দুপুর ১টার দিকে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, যানজট কমে আসলেও যানবাহনের গতি খুব কম, তাছাড়া আজ মহাসড়কে সকল ধরনের যানবাহনের চাপ খুব বেশি। তেবে এখন গাড়ি ধীর গতিতে চলা শুরু হয়েছে।
কামাল উদ্দিন/এফএ/এমএস