পটুয়াখালীতে বিএনপি নেতাকে গলাকেটে হত্যা
পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. হামেদ হাওলাদার (৬০) নামে এক বিএনপি নেতার গলাকাটা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার বাড়ি সংলগ্ন একটি আবাদি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হামেদ হাওলাদার মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মো. হামেদ হাওলাদার একই গ্রামের সোবাহান মৃধার বাড়ির সামনে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর রাতে তিনি আর ফেরেননি। সকালে এলাকার লোকজন বাড়ি সংলগ্ন একটি আবাদি জমিতে তার গলাকাটা এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, তাদের চার ছেলে ও এক মেয়ে। ছেলেরা ঢাকায় থাকে এবং মেয়েকে বিয়ে দেয়া হয়েছে। বাড়িতে শুধু তারা দুজনই থাকতেন।
মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন মিত্র জানান, এখনও ঘটনার রহস্য উদঘাটন করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর