ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী’

প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় পার্টির প্রতীক লাঙল। লাঙলের কাজ জমিকে ফসল উৎপাদনের জন্য প্রস্তুত করা।

তিনি বলেন, দেশের মানুষ বুঝে গেছে, শুধু মাত্র জাতীয় পার্টি এদেশের মানুষকে সুখ সমৃদ্ধি আর উন্নয়ন এনে দিতে পারবে। বিগত দিনে ক্ষমতায় থাকাকালীন সময়ে তা প্রমাণ করেছে।

শনিবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা মিলনায়তনে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।

তিনি বলেন, দেশের মানুষের কাছে দুই দলই আজ সমালোচিত। আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবো। তাই সকলকে জাতীয় পার্টির পতাকাতলে এসে দাঁড়ানোর আহ্বান জানাই। একই সঙ্গে সুষ্ঠু রাজনীতি ও উন্নয়নের স্বার্থে জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

সম্মেলনের উদ্ধোধন করেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম শফিক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাপার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

শিবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা এস এম ফয়সাল চিশতি, বাহাউদ্দিন বাবুল, ফকরুল আহসান শাহাজাদা,  অন্যন্যা হোসাইন মৌসুমী প্রমুখ।

বিশ্বজিৎ সাহা/এএম/আরআইপি