ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আলমডাঙ্গায় মাটির নিচ থেকে ২টি গ্রেনেড উদ্ধার

প্রকাশিত: ০৪:১১ পিএম, ০১ এপ্রিল ২০১৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর কাজীবাড়ি মাটির নিচ থেকে ২টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে গ্রেনেড ২ টি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের কাজী বাড়ির সীমানা প্রাচীর দেয়ার জন্য মাটি কাটার সময় শ্রমিকরা ২টি গ্রেনেড দেখতে পায়। শ্রমিকরা এই সংবাদ বাড়ির মালিককে জানালে তারা আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেড দুটি উদ্ধার করে থানায় নেয়।

আলমডাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এ গ্রেনেড দুটি পুঁতে রেখেছিল বলেই ধারণা করা হচ্ছে।

এমজেড/আরআই