লক্ষ্মীপুরে বিনামূল্যে ৬ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে এসএমকে হসপিটাল নামের একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ছয় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। এসময় ৭০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।
রোববার বেলা ১১টার দিকে এ বিনামুল্যের চক্ষু চিকিৎসা ও চক্ষু অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন ওই হাসপাতালের চেয়ারম্যান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার একেএম ফখরুল ইসলাম পেয়ারু। এ ক্যাম্পের সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল হক পাটোয়ারী, স্বেচ্চাসেবী সংগঠন ফ্রেন্ডশিপের প্রতিনিধি মো. সালাহ উদ্দিন, চক্ষু বিশেষজ্ঞ ডা. মইনুল হোসেন ও হাসপাতালের ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে বিনামূল্যে ছয় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। এসময় ৭০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।
কাজল কায়েস/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের