ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নকলে সহায়তা করায় অফিস সহকারীর কারাদণ্ড

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর উত্তরপত্রের ওএমআর সিটের বৃত্ত ভরাটের অপরাধে সাখাওয়াত হোসেন নামে এক অফিস সহকারীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার আফাজিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা শেষে ঘটনাটি হাতে নাতে ধরা পড়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ কে এম মনজুরুর হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, গণিত পরীক্ষার পর অফিস সহকারী সাখাওয়াত হোসেন কেন্দ্রের অফিসের একটি গোপন কক্ষে বসে পরীক্ষার্থীদের উত্তরপত্রের ওএমআর সিটের খালি রাখা ঘরগুলো ভরাট করছিলেন।

এ সময় পরিদর্শক দলের সদস্য সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাছান খবর পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। তাৎক্ষণিক খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কেন্দ্রে গিয়ে সাখাওয়াত হোসেনকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই বছরের সাজা দেন।

পরীক্ষা কেন্দ্রের অফিস সহকারীকে সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম মনজুরুল হক। তিনি বলেন, পাবলিক পরীক্ষা আইনের ৯ ধারার অপরাধ করায় অফিস সহকারীকে এ সাজা দেয়া হয়।

মিজানুর রহমান/এএম/জেআইএম