মঙ্গলবার খোলা থাকবে বঙ্গবন্ধু সাফারি পার্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রতি সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে। কিন্তু আগামীকাল মঙ্গলবার ‘ভালোবাসা দিবস’ উপলক্ষে পর্যটকদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ ওইদিন পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন জানান, এবার পার্কের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার ‘ভালোবাসা দিবস’ উপলক্ষে পর্যটকদের আবেদনের প্রেক্ষিতে পার্কটি খোলা রাখা হবে। প্রতিদিনের মতই ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।
তিনি আরো জানান, সাধারণ দিনগুলোতে পর্যটকদের অনেকেই পার্কের গাছের ফুল-পাতা ছিঁড়ে ফেলে। ভালবাসার এ দিনে পার্কের ফুল-গাছ রক্ষা করা নিয়ে খুব চিন্তিত রয়েছে পার্ক কর্তৃপক্ষ। এদিন পার্কে নিজস্ব নিরাত্তাবাহিনী ছাড়াও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তিনি পর্যটকদের পার্কের গাছের ফুল বা পাতা না ছেঁড়ার অনুরোধ জানান।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ২ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৩ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৪ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৫ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা