আখাউড়ায় যুবককে পুড়িয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক যুবককে (৩৫) জবাইয়ের পর পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের টানপাড়া এলাকার তিতন শাহ মাজার সংলগ্ন এক বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখনো নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে টানপাড়া এলাকার তিতন শাহ মাজার সংলগ্ন হিরন মিয়ার বাড়ির একটি ঘর থেকে আগুন পোড়া গন্ধ পেয়ে স্থানীয়রা ভেতরে প্রবেশ করে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায়।
পরে বিষয়টি সাবেক পৌর কাউন্সিলর জালাল উদ্দিনকে জানানো হলে তিনি আখাউড়া থানা পুলিশকে বিষয়টি জানান।
এরপর দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ল্যাবরেটরির ফরমে আ. হালিম লেখা ও ফেনী থেকে আখাউড়ায় আসার আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের একটি টিকেট উদ্ধার হয়।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর