ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বোয়ালমারীতে আ.লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাতুব্বরের সঙ্গে সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেয়া জিন্নাহ মাতুব্বরের বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় আলাউদ্দিন মাতুব্বরের পক্ষের কয়েকজন জিন্নাহ মাতুব্বরের পক্ষের সাগর নামের একজনকে মারধর করেন এবং মোটরসাইকেল ছিনিয়ে নেন। সাগরকে গুরুতর আহত অবস্থায় বোয়ালমারী স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাগরের পায়ের গোড়ালিতে কোপ ও বুকে-পিঠে হাতুড়ি পেটা করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মো. এনামুল ইসলাম।

স্থানীয় আলাউদ্দিন মাতুব্বর জানান, সোমবার সকালে হামলার ঘটনার সময় আমি এলাকায় উপস্থিত ছিলাম না। তার অভিযোগ, রোববার রাতে জিন্নাহ গ্রুপের লোকজন তার গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।

তিনি আরও বলেন, আলাউদ্দিন মাতুব্বরের সমর্থকেরা তার কর্মী সাগর মোল্লাকে নির্মমভাবে পিটিয়েছে। এর জেরে রোববার রাতে কোনো হামলার ঘটনা ঘটেছে কিনা তা তিনি জানেন না। তার অভিযোগ, সাগরের মোটরসাইকেলটি হামলাকারীরা নিয়ে গেছে।

বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।

এআরএ/জেআইএম