পদ্মায় ডুবে যাওয়া দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ডুবে যাওয়া দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ও রোববার বিকেলে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার এশিয়ান প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীর চরে পিকনিক করতে যান। বিকেলে তারা পদ্মা নদীতে জেগে ওঠা চরে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে চারজন বল উদ্ধার করতে নদীতে নামেন। এর মধ্যে দুইজন পানি থেকে তীরে উঠতে পারলেও বাকি দুইজন তলিয়ে যান।
নিহত দুইজন হলো, মিজানুর রহমান ওরফে মিঠু (২৪) ও শিক্ষার্থী শাওন সরকার (২২)। তারা রাজধানীর ফার্মগেট এলাকাস্থ এশিয়ান প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মিজানুর কুষ্টিয়ার মীরপুর উপজেলার আহমেদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আর শাওন মানিকগঞ্জের সদরের রত্নাদিয়া গ্রামের নিতাই চন্দ্র সরকারের ছেলে।
চরভদ্রাসন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোতা মিয়া বলেন, দুইজন শিক্ষার্থী নদীর যে জায়গায় তলিয়ে গিয়েছিলেন সেখানে মিজানুর রহমানের মরদেহটি দুপুর ১টার দিকে ভেসে ওঠে। জেলেরা প্রথমে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে চরভদ্রাসন থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত শাওনের চাচা বিকাশ সরকার জানান, ডুবুরিরা উদ্ধারকাজ পরিত্যক্ত ঘোষণা করার পর গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে তাঁরা (পরিবারের সদস্যরা) দুটি ট্রলারে করে নদীতে নামেন। একপর্যায়ে তারা শাওনের মাথা দেখতে পান। পরে পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। দুই ভাই-বোনের মধ্যে শাওন ছোট।
চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুই শিক্ষার্থী নদীতে ডুবে যায়। ওই দিন রাত ৮টা থেকে ১১টা এবং পরদিন শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার দমকল বাহিনীর ডুবুরি দল চেষ্টা চালিয়েও ওই শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা করে।
এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ