ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেদিনীপুরগামী ওরশ যাত্রার স্পেশাল ট্রেন ছাড়ছে আজ

প্রকাশিত: ০৭:০০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে ১১৬তম পবিত্র ওরশ শরীফ  উপলক্ষে দুই হাজার ২০০  যাত্রী নিয়ে ২২টি বগি সম্বলিত একটি স্পেশাল ট্রেন ভারত যাচ্ছে আজ। মঙ্গলবার রাতে রাজবাড়ী থেকে ট্রেনটি ছেড়ে যাবে।

প্রতি বছরের ন্যায় এবারও রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর  উদ্যোগে ওরশ যাত্রার স্পেশাল ট্রেনটি ছাড়ার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে।

আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সভাপতি কাজী ইরাদত আলী জানান, ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুরে নূরনবী হজরত মুহাম্মদ (সাঃ) এর ৩৩তম ও গাউস উল আজম বড় পীর সৈয়দানা হজরত আব্দুল কাদের জিলানী (রহঃ) পাক এর ২০ তম অধস্তন পবিত্র বংশধর হযরত আলী আব্দুল কাদের সামশুল কাদেরী সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (রহঃ) মশহুর নাম “মওলাপাক” এর ১১৬ তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ ১৬ ফেব্রুয়ারি ২০১৭ (ভারত) রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে  মসজিদ মির্জামহল্লা মেদিনীপুরে উদযাপিত হবে।

এ উ্পলক্ষে ‘বড় হুজুরপাক’ কেবলা পরিচালিত আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্যোগে ২২টি বগি সম্বলিত মেদিনীপুর ওরশ স্পেশাল ট্রেনে প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবকসহ পুরুষ এক হজার ১৪৫ জন, নারী ৮৫৩ জন, শিশু ৮৫ জন ওরশ যাত্রী নিয়ে আঞ্জুমান-ই- কাদেরীয়া রাজবাড়ীর সভাপতি কাজী ইরাদত আলীর নেতৃত্বে মঙ্গলবার রাত ১০টায়  রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পবিত্র ওরশ শরীফ শেষে ১৮ ফেব্রুয়ারি ওরশ স্পেশাল ট্রেনটি রাজবাড়ীতে ফিরে আসবে।

রুবেলুর রহমান/আরএআার/এমএস